মেজবাউল হক,নওগাঁঃ নওগাঁ মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সিদ্দিকপুর এলাকায় অবস্থিত নাজিব পোল্ট্রি কমপ্লেক্স | প্রোঃ আঃ জব্বার ৷ প্রোপাইটরের ছেলে আইনুল হকের সাথে কথা হয় প্রতিবেদকের ৷ তিনি জানান বর্তমানে খামার পরিচালনা কঠিন হয়ে পড়ছে ৷ কারন বর্তমানে ৮৩০ টাকায় একশত ডিম বিক্রয় করতে হচ্ছে ৷ আমাদের খামারে ১৪ জন স্থায়ী ষ্টাফ রয়েছে । ডে লেবার আছে প্রায় ১০ থেকে ১২ জন ৷ আবার মুরগীর খাদ্যের দাম ও বৃদ্ধি পেয়েছে ৷ খামারে লেয়ার মুরগী আছে ২৫০০০।এর মধ্যে আজ ডিম পেয়েছি ১৭৫০০ টি। মাস খানেক আগেই একশত ডিম বিক্রয় করেছি ৯৫০ টাকায় ৷ প্রতি পিচ ডিম উৎপাদন করতে খরচ পড়ে ৮.৫০ টাকা৷ বিক্রয় করছি ৮.৩০ টাকায়। কিন্তু ডিমের বাজারে ডিম ১০.৫০ টাকায় বিক্রি করছে খুচরা ব্যাবসায়ীরা৷ তাই আমাদের বর্তমানে লোকসান দিয়েই খামার পরিচালনা করতে বাধ্য । তিনি আশা করেন সরকারের নির্দিষ্ট দফতর বিষয়টি মনিটরিং করে ডিমের বাজার সঠিক ভাবে নির্ধারণ করলে খামার পরিচালনা করতে পারবো ৷