সাদ্দাম হোসেন,মহাদেবপুর প্রতিনিধিঃ সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি- স্থানীয় এমপি ছলিম উদ্দীন তরফদারের ছেলেসহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে।তবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্যের ছেলে ও উপজেলা যুবলীগের সদস্য সাকলাইন মাহমুদ রকি সন্ধ্যায় সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিলসহ স্থানীয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দদের নিয়ে ঘটনাস্থলে মতবিনিময় করছিলেন। এ সময় হেলমেট পড়ে দুটি মোটরসাইকেলে কয়েকজন সেখানে এসেই তাদের উদ্দেশ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করে। তবে ভাগ্যক্রমে ককটেলগুলো পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে লেগে বিকট শব্দে বিস্ফোরণ হয়। ফলে এতে কেউ হতাহত হয়নি।এদিকে, ঘটনার পরপরই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হয়ে নওগাঁ-নজিপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ বিক্ষোভকারীদের শান্ত করলে একপর্যায়ে তারা অবরোধ তুলে নেন।মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন নওগাঁ নিউজ কে ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বুলবুল সিনেমা হলের সামনে স্থানীয় এমপি ছলিম উদ্দীন তরফদারের ছেলে রকি, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাকিল আহমেদসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে অজ্ঞাত কয়েকজন এসে তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ওসি মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে ইতোমধ্যেই পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।