মেজবাউল হক,নওগাঁঃ নওগাঁর বরেন্দ্র অঞ্চল খ্যাত মহাদেবপুর উপজেলা ৷ এই উপজেলার একটি বিখ্যাত হাট রাইগাঁ ইউনিয়নে অবস্থিত৷ যার নাম মাতাজী হাট ৷ খুব সাধারন ও সহজ সরল মানুষের পদচারনায় মুখর থাকে এই সব হাট বাজার | আবার কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা বিভিন্ন জেলা থেকেও চাল প্রস্তুতকারক প্রতিষ্ঠান এখানে ধান ক্রয় করে থাকে ৷কারন এই এলাকার ধান মানে গুনে ও রং এ অতুলনীয় ৷ সপ্তাহে দুদিন হাট বার হলেও প্রায় প্রতিদিনই এখানে বিভিন্ন আড়ৎদার ধান ক্রয় বিক্রয় করেন ৷ মেসার্স ভাই ভাই ট্রেডার্স এর সত্বাধীকারী উপরোল্লেখিত তথ্যাদি প্রদান করেন৷ তিনি আরও বলেন বর্তমানে স্বর্ণা ৫ জাতের ধান আমরা ক্রয় করছি প্রতি মন শুকনো ১২৩০ থেকে ১২৪০ টাকায় ৷আজ আকিজ গ্রুপ মহাদেবপুরে ৫০০মন ধান বিক্রয় করছি ১২৪৫ টাকায়। আমাদের ১মন = ৩৭.৫ কেজি | তবে ধানের সরবরাহ বাড়লে দাম আরো কিছু কমবে বলে তিনি আশা করেন ৷ আমাজাদ হোসেন আকিজ গ্রুপের মতো এতো বড় প্রতিষ্ঠানে মাত্র মন প্রতি পাঁচ টাকা লাভে ধান বিক্রয় করে নিজেকে গর্বিত বোধ করছেন ৷