মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ নওগাঁ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা পেয়েছেন পত্নীতলা সার্কলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আফতাব উদ্দিন এবং জেলার ১১ থানার মধ্যে শ্রেষ্ঠওসি’র সম্মাননা পেয়েছেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ( ওসি) সেলিম রেজা। মঙ্গলবার (২২ নভেম্বর) নওগাঁ পুলিশ লাইন্সে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক এর সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যান সভায় অক্টোবর/২২ মাসের মূল্যায়নে তাদের কে এ সম্মাননা প্রদান করেন জেলা পুলিশের সর্বোচ্চ অভিভাক নওগাঁ পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এই দুই পুলিশ অফিসারসহ মোট ০৫ জন বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরন করেন।সভায় জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় পুলিশ সুপার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিকট থেকে মেসের খাবার, আবাসন, রেশন, পরিবহন, ডিউটি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও প্রস্তাবের বিষয়ে শোনেন এবং সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা গ্রহন করেন। তিনি সকল অফিসার ফোর্সকে পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং আইন বিধি মেনে কাজ করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।