গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে অনলাইনে আবেদনের মাধ্যমে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটায় চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ১শ ২০জন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. আজমল হোসেন, উপজেলা কৃষি অফিসার মো. তৌফিক আল জুবায়ের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: স্বপন কুমার বিশ্বাস, পৌর কাউন্সিল মেহেদী হাসান প্রমুখ। চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস, এম খেলাল-ই রব্বানী বলেন, অনলাইনের মাধ্যমে ৩শ ১৭জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করে। আজ লটারির মাধ্যমে ১শ ২০জন শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়।