গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের
২০২২ শিক্ষাবর্ষের জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে সোমবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটায় উপজেলার সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে মো. সানাউল ইসলামের সভাপতিত্বে জিপিএ-৫ প্রাপ্ত ৯০ জন শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন ধামইরহাট-পত্নীতলা আসনের এমপি মো. শহীদুজ্জামান সরকার। এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাস্তবায়নে উর্ধমুখী সম্প্রসারিত দুতলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন,উপজেলাপরিষদের চেয়ারম্যান মোঃ আজাহার আলী,উপজেলা নির্বাহীঅফিসার মোঃ আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু ইউসুফ প্রমুখ।