নওগাঁ নিউজ ডেস্কঃ বগুড়ার সান্তাহারে দলিত শ্রেণীর হরিজন সম্প্রদায়ের ব্যক্তিদের প্রতি বৈষম্য ও নির্যাতনের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশের তীব্র ক্ষোভ, প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন!
জাস্টিসমেকার্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মহাসচিব বিশিষ্ট মানবাধিকারকর্মী ও আইনজীবী এডভোকেট শাহানূর ইসলাম সৈকত স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এ ঘটনার সাথে সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী করেছে মানবাধিকার প্রতিষ্ঠানটি!
প্রেস বিজ্ঞপ্তিতে এডভোকেট শাহানূর ইসলাম সৈকত বলেন, একাবিংশ শতাব্দীর এই সভ্য সমাজে এসে মহান সংবিধান ও সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র কর্তৃক স্বীকৃত অধিকার থেকে প্রান্তিক দলিত শ্রেণীর হরিজন সম্প্রদায়ের ব্যক্তিদের প্রতি বৈষম্য ও নির্যাতন কোনভাবেই মেনে নেওয়া যায় না!
অবিলম্বে দায়ী ব্যক্তিদের গ্রেফতার পূর্বক বিচারে সোপর্দ করা এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে যথাযথ চিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের আহবান জানিয়েছেন এডভোকেট শাহানূর ইসলাম সৈকত!
গত ১৩ ডিসেম্বর যমুনা টেলিভিশনে প্রচারিত প্রতিবেদন থেকে জানা যায় যে বগূড়ার সান্তাহারে আত্রাই কলনীর দলিত শ্রেণীর হরিজন সম্প্রদায়ের ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার হচ্ছে!
আর দশজন সাধারণ মানুষের মত তাদের হোটেলে খাবার খেতে দেয়া হয় না! খাবার দেয়া হয় প্যাকেটে এবং আলাদা পাত্রে!
গত ১১ ডিসেম্বর রবিবার সন্ধায় বগুড়া জেলার সান্তাহারের আত্রাই কলনীর হরিজন সম্প্রদায়ের মিঠুনসহ কয়েকজন সান্তাহারের এশিয়া হোটেলে খাবার খেতে আসে।
চেয়ারে বসে খাবার সুযোগ নেই, তাই দেয়া হয় প্যাকেটে খাবার!
সে বিষয়ে প্রতিবাদ করলে মিঠুনকে মারধর ও কড়াইয়ের তেলে হাত পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠে হোটেল এশিয়ার’ ম্যানেজার ও কর্মচারীর বিরুদ্ধে!