নুরুজ্জামান,পোরশা প্রতিনিধিঃ কৃষক যখন বৃষ্টির অভাবে ফসল ঘরে তোলা নিয়ে শংকিত ছিল ঠিক তখনই রাতভর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হচ্ছে নওগাঁ জেলার অন্তর্গত পোরশা উপজেলা সহ আশেপাশের বেশ কিছু এলাকার জনজীবন। মঙ্গলবার দিবাগত রাতে টানা বৃষ্টিতে পুকুর, নালা,নদী ইত্যাদি পানিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যাওয়ার ফলে চলাচল করা ব্যাপক সমস্যা হয়ে উঠেছে। প্রয়োজন ছাড়া তেমন কেউ বাড়ি থেকে বের হতে পারছেনা। কিন্তুু খেটে খাওয়া মানুষের কাছে এ যেন এক অভিশাপ হয়ে উঠেছে। উপজেলার শতাধিক পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে।ফলে মাছচাষিদের হাত পড়েছে কপালে।বন্যার পানিতে নিচু এলাকার চাষাবাদ পানির নিচে তলিয়ে গেছে। এই পানি যদি ২ দিনের মধ্যে নেমে না যায় তাহলে ফসল নষ্ট হয়ে যেতে পারে বলে আশংকা সাধারণ কৃষকগণের। এতে চরম ভোগান্তিতে পরেছেন এলাকার সর্বস্তরের নানা পেশাজীবি মানুষ। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে জিজ্ঞাসা করা হলে জানান, বন্যার পানি পুরোপুরি নেমে গেলে সম্পূৰ্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক ভাবে বলা সম্ভব হবে। যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হবে,তাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। এখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে পোরশাতে। আবহাওয়া অফিস জানান, আরো একদিন চলতে পারে এই বৃষ্টি। আগামীকাল থেকে শুরু হচ্ছে এস এস সি-২০২২ পরীক্ষা। বৃষ্টির মধ্যে পরীক্ষার কেন্দ্রে সঠিক সময়ে পৌঁছাতে পারবে কি না সেটি নিয়ে চিন্তিত রয়েছেন পরীক্ষার্থীরা।