মানিক হোসেনঃ নওগাঁ সদর উপজেলার মানবতার আত্মপ্রকাশ ফাউন্ডেশন এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেচ্ছাসেবী মিলনমেলা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁ সদর উপজেলার পিরোজপুর নজরুল ক্লাব এর মাঠে বিভিন্ন পেশাজীবী ও দুঃস্থ শীতার্তদের মধ্যে ২০০ জনকে শীতবস্ত্র বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে মানবতার আত্মপ্রকাশ ফাউন্ডেশন এর সভাপতি মো সিহাব উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ সরকারি কলেজ এর পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এ.কে.এম জুলফিকারুল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি রওনক জাহান বাঁধন,সাধারণ সম্পাদক মেহেদি হাসানসহ সকল সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে সভাপতি মো সিহাব উদ্দিন বলেন,ছোট বেলা থেকেই সমাজের অসহায় ও দুরস্থ মানুষদের দুঃখ কষ্টে ব্যথিত হয়ে, তাদের কষ্ট ভাগ করে নেওয়ার মন-মানসিকতা থেকেই আমি প্রতিজ্ঞাবদ্ধ হই এবং মানবিক কাজগুলো করার যাত্রা শুরু করি । প্রথমে আমার কিছু বন্ধু-বান্ধবীকে এই কাজের কথা বললে তারা সম্মতি জানায় এবং ৫ জনকে (মেহেদি, হৃদয়, সানজিদা, নাজমুল, সাইব ) নিয়ে পড়াশুনার পাশাপাশি মানবিক কাজগুলো করতে থাকি। এতে করে আমরা, নানা ধরনের সমস্যার সম্মুখিন হলেও অর্থের সমস্যায় আমাদের বড় চ্যালেঞ্জের মুখে পরতে হয়। তারপরও এই সমস্যাগুলো উপেক্ষা করে আমরা মানবিক কাজগুলো করে চলেছি। এছাড়াও আরো যারা নিস্বার্থভাবে মানবিক কাজগুলো করতে চায় সবাইকে সাথে নিয়ে এইভাবেই আস্তে আস্তে নওগাঁ সদরে প্রতিষ্ঠিত হয়েছে, “মানবতার আত্মপ্রকাশ ফাউন্ডেশন।” বর্তমানে আমরা ফাউন্ডেশনে ২০ জনের একটা কমিটি নিয়ে এখন পর্যন্ত অনলাইন ভিত্তিক কাজ করে চলেছি। আমাদের একমাত্র লক্ষ্য, একজন স্বেচ্ছাসেবক হিসেবে নিস্বার্থ ভাবে সমাজ ও দেশের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের অসহায়ত্ব দূর করা। এরই লক্ষ্যে আমরা ২০১৯ সাল থেকেই পর্যায়ক্রমে শীতার্তদের শীত বস্ত্র বিতরণ, রমজানে পথচারীদের ইফতার করানো, ঈদ-উল-ফিতরে দরিদ্রদের খাদ্য সামগ্রী বিতরণ, অসহায় শিক্ষার্থীদের ভর্তি ব্যবস্থা, দুরস্থ মানুষদের চিকিৎসা সাহায্য, এতিমখানায় খাবার আয়োজন সহ রক্ত প্রয়োজনীয় রোগীকে এই পর্যন্ত ১১২ ব্যাগ রক্ত সংগ্রহ করে দিয়ে আসছি আমরা।
সুধীজন মানবতার আত্মপ্রকাশ ফাউন্ডেশন এর এইসব মহৎ কাজের ভুয়সী প্রশংসা করেন। মানবতার আত্মপ্রকাশ ফাউন্ডেশ এর সদস্যবৃন্দ একসাথে আজীবন থাকার অভিপ্রায় ব্যক্ত করেন।
আলোচকেরা মানবতার আত্মপ্রকাশ ফাউন্ডেশন এর এই মহৎ কাজগুলো ধারাবাহিকভাবে চালু রাখার জন্য আহবান জানান। তাঁরা সবসময় মানবতার আত্মপ্রকাশ ফাউন্ডেশন এর সেবা কর্যক্রমের সাথে থাকার অভিপ্রায় ব্যক্ত করেন৷