গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ উৎসব পালন করা হয়েছে। রোববার (১ জানুয়ারি) দুপুর একটায় উপজেলার চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী ষষ্ঠ থেকে নবম শ্রেণী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে নতুন বই তুলে দেন। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মহামারী করোনায় গত দুই বছর বই উৎসবে ছেদ পড়লেও নতুন বছরে উপজেলার ৩০টি হাইস্কুল, ২৪টি মাদরাসা ও ১১২টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। প্রধান শিক্ষক এসএম খেলাল-ই রব্বানী বলেন, ‘ নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ উৎসব বিশ্বে বিরল। বই পড়ে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানানো হয়।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই রব্বানী, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ ছাবিহা ইয়াসমিন।