গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। সোমবার (২ জানুয়ারি) বেলা ১১ টায় এ দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুসা স্বপনের সঞ্চালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী আলোচনা সভাটি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, উপজেলা যুবউন্নয়নয় কর্মকর্তা কামরুজ্জামান সরদার, জাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আনজুয়ারা বেগম প্রমুখ।