মাসুদ রানা,পত্নীতলাঃ নওগাঁর পোরশায় গ্রামীণ ব্যাংক তেঁতুলিয়া পোরশা শাখার উদ্যোগে ব্যাংকের হতদরিদ্র সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
দেশ জুড়ে বইছে শৈত প্রবাহ, তীব্র শীতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে । বিশেষ করে হতদরিদ্র মানুষের জীবনে নেমে এসেছে এক চরম দুর্ভোগ।
এ অবস্থায় দেশব্যাপী হতদরিদ্র (সংগ্রামী) সদস্যদের মাঝে গ্রামীণ ব্যাংক শীতবস্ত্র বিতরনের কর্মসুচী হাতে নিয়েছে।
কনকনে হাড় কাঁপানো শীতে সবাই যখন গায়ে গরম কাপড় জড়িয়ে আরামে ঘুমায় তখন কিছু মানুষ গরম কাপড়ের অভাবে কোনো রকম রাত কাটায়, এসব অসহায় হতদরিদ্র (সংগ্রামী) সদস্যদের শীত নিবারণের জন্য প্রতি বছরের ন্যায় এবারও শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে ।
সোমবার (০৯ জানুয়ারি) সকালে শাখা কার্যালয়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন শাখা ব্যবস্থাপক ( প্রিন্সিপাল অফিসার) হায়াত মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন সেকেন্ড ম্যানাজার (সিনিয়র অফিসার) মনিরুল ইসলামসহ শাখার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমূখ।