নওগাঁ নিউজ ডেস্কঃ কাগজে-কলমে নামমাত্র প্রথম শ্রেণীর নওগাঁ পৌরসভা হলেও এই জনগুরুত্বপুর্ন প্রতিষ্ঠানটিকে নিয়ে নানা অভিযোগ উঠেছে। তথ্য মতে এটি প্রথম ১৯৬৩ সালে তৎকালীন প্যারীমোহন স্যানাল সাধারণ গ্রন্থাগারে অস্থায়ি কার্যালয় হিসেবে নওগাঁ পৌরসভার প্রথম আত্মপ্রকাশ লাভ করে। প্রায় ৩৯ বর্গকিলোমিটার আয়তন নিয়ে গঠিত এই নওগাঁ পৌরসভা। বর্তমানে শহরের প্রধান প্রধান সড়ক ছাড়াও অধিকাংশ রাস্তাগুলোরই চরম বেহাল দশা। পৌরসভার ০১,০২,০৩,০৪ ও ০৫ নং ওয়ার্ডের প্রায় সকল রাস্তাগুলো বছরের পর বছর সংস্কার কিংবা মেরামত না করার ফলে চরম বেহাল দশায় পরিণত হয়েছে। শহরের প্রতিটি ওয়ার্ড/মহল্লার রাস্তা চলাচলে অযোগ্য। শহরের কাঁচা বাজার, চুরি পট্টি, তুলাপট্টি,ডাবপট্টি আসার একমাত্র রাস্তাটির অবস্থা খুবই বেহাল ও বিপজ্জনক। পৌরসভার সকল রাস্তার অধিকাংশ স্থানের কার্পেটিং নষ্ট হয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের ও খানা-খন্দকের। শুকনো মৌসুমেও দুর্ভোগ চরম আকার ধারণ করে।আর বর্ষাকালে বলাই বাহুল্য! লক্ষ-লক্ষ মানুষের বসবাসকৃত এই নগরীতে চলাচলের রাস্তা গুলো যেনো মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়তই গর্তে ছোট-বড় যানবাহন উল্টে গিয়ে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। স্কুলের শিক্ষার্থীদেরও প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুধু স্থানীয়রাই নয় এই রাস্তা দিয়ে নওগাঁ শহরের বিভিন্ন স্থানে কেনাটাকা করার জন্য সকল উপজেলার মানুষসহ সদরের প্রত্যেক ইউনিয়নের হাজারো লোকসমাগম ঘটে এই শহরে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কাঁচাবাজার, চুড়িপট্টি, হাসপাতাল, ডাবপট্টি, সোনারপট্টি, সেবাশ্রম,মধ্যদুর্গাপুর-চকদেব,শহিদুলের মোড়-জনকল্যাণ, চকরামচন্দ্র-হাজীর বাগান সড়ক সহ পৌরসভার অধিকাংশ রাস্তার অবস্থা খুবই নাজুক। বর্তমানে এই রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই সব রাস্তাগুলো আপাতত চলাচলের জন্য মেরামত করার দাবি পৌরবাসীর। মধ্যদুর্গাপুরের বাসিন্দা ও সাবেক মেম্বার খাজা ময়েন উদ্দিন বললেন “কর্তৃপক্ষ এই কাজ করে লাভবান হননা তাই কাজের গুরুত্ব নেই”! আর ০৩ নং ওয়ার্ডের জনপ্রিয় সাবেক কাউন্সিলর বললেন অন্যকথা “বর্তমান মেয়র তিন টার্ম থেকে নওগাঁর কি উন্নয়ন করলেন? আগামী বরাদ্দের প্রায় ১৫ কোটি ৮৭ লক্ষ টাকার যেন যথাযথ কাজ বাস্তবায়ন হয়। বিশেষ করে রাস্তা-ঘাটের কাজ হলে জনগণের চরম ভোগান্তি লাঘব হবে”।বিভিন্ন রিকশা চালক, টমটম চালক ও সাধারণ পথচারীরা জানালেন শহরের এইসব রাস্তা দেখে মনে হয় যে এখনো আমরা বর্বর ও আদিযুগে বসবাস করছি। যে যুগে রাস্তা-ঘাট ও যোগাযোগ ব্যবস্থা তেমন উন্নত ছিল না। কিন্তু একটি দেশের রাস্তা ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ছাড়া সামগ্রিক উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়। শহরে প্রবেশের একমাত্র রাস্তাটির অবস্থা খুবই বেহাল অবস্থা । এই রাস্তার কোন সংস্কার কিংবা মেরামত না করায় এখন বিপজ্জনক মরণফাঁদে পরিণত হয়েছে। এই রাস্তা দিয়ে চলাচল করার সময় শিক্ষার্থীরা উল্টে পড়ে যায়, রাস্তার কাঁদায় নষ্ট হয় পরনের পোশাক।
নওগাঁ পৌরসভার প্যানেল সারোয়ার তানজিদ সম্রাট বলেন, আধুনিক পৌরসভার সুযোগ নওগাঁ পৌরসভা নিয়ে ফেসবুকেও হাজারো ব্যক্তির অভিযোগ দেখা গেছে। সেই সাথে পৌরবাসী এসব বেহালদশা ও ভোগান্তি থেকে মুক্তি চায়। নওগাঁ পৌরসভা মেয়র আলহাজ্ব মো. নজমুল হক সনির মোবাইল ফোনে যোগাযোগ করা হলে রিসিভ নাকরায় কথা বলা সম্ভব হয়নি।