নওগাঁ নিউজ ডেস্কঃ
গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় নওগাঁ থিয়েটার,নওগাঁ আয়োজিত নিজস্কাব র্যালয়ে নাট্যাচার্য ড.সেলিম আল দীন এর ১৫ তম প্রয়াণ দিবস পালিত হয়। এই উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ জনাব সিদ্দিকুর রহমান। কর্মসূচীর শুরুতেই তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়,লিখিত জীবনী পাঠ করেন সদস্য জনাব এ.কে.এম.সামসুজ্জোহা সাগর, ইতিপত্র মিতা নাটক থেকে পাঠ করেন জনাব গোলাম সাকলাইন। আলোচনা পর্বে অংশগ্রহণ করেন জনাব আ.মতিন, জনাব সামসুজ্জোহা সাগর, জনাব গোলাম সাকলাইন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন জনাব খাদেমুল ইসলাম।