এন আর খোরশেদ আলম রাজু,নওগাঁঃ নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর আদিবাসীদের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় এক তীর ধনুক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার আয়োজন করেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের নওগাঁ জেলা কমিটি। গতকাল শনিবার ভীমপুর ইউনিয়নে আদিবাসীদের সংগ্রামী নেতা প্রয়াত আলফ্রেড সরেনের বসত ভিটা সংলগ্ন মুক্ত মাঠে এই খেলার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব, আরো উপস্থিত ছিলেন সিপিবি নওগাঁ জেলা কমিটির সভাপতি মহসিন রেজা,সিপিবি নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,সিপিবি নওগাঁ সদর উপজেলার সাধারণ সম্পাদক আলিমুর রেজা রানা,আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেবেকা সরেন,জাতীয় আদিবাসী পরিষদ জেলা কমিটির সভাপতি আমিন কুজুর, মহেশর সরেন সহ আরো অনেকে। মাঠের মধ্যে একটি কলা গাছ দাঁড় করিয়ে নির্দিষ্ট দুরত্ব হতে যেসকল তীরন্দাজরা কলা গাছের চিহ্নিত অংশে তীর প্রবেশ করেছে তাদেরকে বিজয়ী হিসেবে ধরা হয় এবং খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় উপস্থিত অতিথিগণ সেই সাথে অংশগ্রহণ কারী সকল তীরন্দাজকে সান্তনা পুরস্কার দেওয়া হয়। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব বলেন আদিবাসীদের নিজস্ব সাহিত্য সংস্কৃতি ও ঐতিহ্যকে হেয় প্রতিপন্ন না করে স্বাধীনতা ও সন্মান দেওয়া উচিত সেই সাথে আধুনিকতার ছোঁয়াই নিজের শেকড়কে ভুলে না যেয়ে নিজের শেকড়কে বুকে আঁকড়ে ধরে আধুনিকতাকে মেনে নিতে হবে। আমি অাশাবাদী সামনে বছর আরও বৃহৎ পরিসরে এই প্রতিযোগিতার আয়োজন করা হবে।