নওগাঁ নিউজ ডেস্কঃ ১৮ জানুয়ারি বুধবার নওগাঁ সদরের মধ্যদূর্গাপুর কাজী নজরুল শিক্ষা নিলয়ে নবরুপ সমাজ উন্নয়ন সংস্থা ও খেলাঘর নওগাঁ জেলার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়। ঐদিন বিকেল তিনটায় আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর স্হানীয় নবরুপ সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সভাপতি লতিফুল আলম তোতা। অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনা করেন হাঁসাইগাড়ী খেলাঘর আসরের সংগঠক মরিয়ম আক্তারী, নবরুপ সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক নূরতাজ,উদিতি খেলাঘর আসরের সভাপতি মোঃ আব্দুর রউফ, শিশুকন্ঠ খেলাঘর আসরের শেখ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, নবরুপ সমাজ উন্নয়ন সংস্থার সাংবাদিক মানিক হোসেন, কার্য নির্বাহী সদস্য মিলন কুমার, সদস্য জি.এম মাসুদ রানা মনোয়ার প্রমৃখ। আলোচনায় তারা বলেন, প্রতিবন্ধী শিশুরা এখন আর আমাদের বোঝা নয়। তাদেরকে যত্ন নিলে প্রতিষ্ঠিত করা সম্ভব। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের বেড়ে উঠা বা বিকাশ লাভে আমাদের উদার মানসিকতা ও আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এছাড়াও সংগঠনটিও তার নিজস্ব কর্মসূচিতে সত্যিকার অর্থে প্রতিবন্ধী নিয়ে কাজ করবে। আলোচনা শেষে উপস্থিত পঁচিশ জন প্রতিবন্ধীর মাঝে খাবার প্যাকেট ও তোয়ালা বিতরণ করা হয়।অনুষ্ঠানটি পরিচালনা করেন খেলাঘরের সংগঠক মোঃ সাইফুল ওয়াদুদ।