সাদ্দাম হোসেন,মহাদেবপুর প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে স্ত্রীর উলঙ্গ ভিডিও ধারণের অভিযোগে ১৯ জানুয়ারী বৃহস্পতিবার স্বামীসহ দুই দেবরকে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলা শহরের লাইব্রেরী পট্টি মধ্যবাজার মহল্লাতে। থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফ্ফর হোসেন জানান, ওই মহল্লার মৃত বজলুর রহমানের পুত্র হীরা রহমান তার স্ত্রী রাবেয়া বাশারী মুক্তাকে পারিবারিক কলহের জের ধরে প্রায়দিন মারপিট করতো। ওই কলহের জের ধরে গত ১৮ জানুয়ারী বুধবার দিবাগত রাত ২টা থেকে ৬ টা পর্যন্ত অসৎ উদ্দেশ্যে হীরা তার স্ত্রী রাবেয়া বাশারী মুক্তাকে উলঙ্গ করে ভিডিও ধারণ করে ও তার মাথার চুল কেটে দেয়াসহ জোর পূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। এ ঘটনায় গতকাল ১৯ জানুয়ারী বৃহস্পতিবার সকালে স্ত্রী রাবেয়া বাশারী মুক্তা তার স্বামী হীরা রহমান দেবর মানিক ও বাদশাসহ ৫ জনের বিরুদ্ধে প্যানাল কোড ও পর্ণগ্রাফী নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। এ মামলায় স্বামী হীরা দেবর মানিক ও বাদশাকে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনার সত্যতা স্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জয়ব্রত পাল জানান, এ মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।