গোলজার রহমান ধামইরহাট প্রতিনিধি:নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস-২০২৩ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০টায় জাতীয় বীমা দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। এরপর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী’র উপস্থিতিতে প্রগতি লাইফ ইন্সুরেন্স, সন্ধানী লাইফ ইন্সুরেন্স, পপুলার লাইফ ইন্সুরেন্সসহ বিভিন্ন জীবন বীমা কোম্পানির সাথে ‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ প্রতিপাদ্য বিষয়ের উপর ও বীমার সুফলতা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জগদল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. ইলিয়াস আলম, পল্লি উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ডিজিএম মো. সাইদুল ইসলাম, ইউনিট ম্যানেজার মো. আব্দুল হান্নান. ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ ফিরোজ হোসেন, সন্ধানী লাইফ ইন্সুরেন্সের শাখা ব্যবস্থাপক মো. শাহজাহান আলী ও বিভিন্ন বীমা কোম্পানির এজিএম, ডিজিএম, এফএ গণ প্রমুখ।