মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় নানা আয়োজনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার ( ২৭ফেব্রুয়ারি) সকাল ৯ টায় দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ পত্নীতলা উপজেলা শাখার আহ্বানে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কাটা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,১মিনিট নীরবতা পালন,,দোয়া মোনাজাত, বঙ্গবন্ধু, বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও র্যালী ও আলোচনা সভা হয়।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ পত্নীতলা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ লতিফুর রহমান শাহ্ ফকির, সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ দেওয়ান। সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আজাদ রহমান এবং আরাফাত হোসেন। দপ্তর বিষয়ক সম্পাদক মুনিবুর রহমান চৌধুরী গোল্ডেন। প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, দিলিপ চৌহান। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, অধ্যাপক অশ্বীনী কুমার। মহিলা বিষয়ক সম্পাদক ও নওগাঁ জেলা পরিষদের সদস্য, ফাতেমা জিন্নাহ ঝরনা। শ্রম বিষয়ক সম্পাদক ও কাউন্সিলর আব্দুল মজিদ। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক শ্রী বিমান কুমার দাস।
মহিলা আওয়ামী লীগ পত্নীতলা উপজেলা শাখার যুগ্ন আহবায়ক সাবিনা আক্তার, সদস্য মমতা রানী মন্ডল, গিতা রানী মহন্ত, মোসাঃ সুইটি খাতুন, মোসাঃ আকলিমা বেগম,নজিপুর পৌরসভা কাউন্সিলর ফারজানা খাতুন ও ফারহানা বেগম ইউপি সদস্য বাসন্তী রাঙা মহন্ত, মিনতি রাণীসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রমূখ।