গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃনওগাঁর ধামইরহাটে উপজেলা শাখা সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির আয়োজনে অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও নবীন শিক্ষকদের বরণ-২০২৩ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটায় উপজেলার আংগরত সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আলিমের সভাপতিত্বে নওগাঁর ধামইরহাট-পত্নীতলা আসনের এমপি মো. শহীদুজ্জামান সরকার ৮৪জন নবীন শিক্ষকদের বরণ ও ৪৪জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করেন। উপজেলা শাখা সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির পক্ষ থেকে বিষয়টি সময়ের আলোকে নিশ্চিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. আজমল হোসেন, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত ওসি মো. মোজাম্মেল হক কাজী, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, উপজেলা শাখা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহ্জাহান কবীর প্রমুখ।