নওগাঁ নিউজ ডেস্কঃ সম্প্রতি রাত ৮টা ১মিনিটে নওগাঁ পার্কের দক্ষিণ পার্শ্বের দোতালায় বসুন্ধরা আইসিটি ক্যাম্পাসে কবি ও কবিতার সংগঠন কবিতাকুঞ্জ নওগাঁর আয়োজনে কবিতার ছোট কাগজ “কবিতাঞ্জলি”র কবি ওয়াছিপ রতন সংখ্যা “প্রকাশনা উন্মোচন” অনুষ্ঠিত। কবিতাঞ্জলির প্রকাশনা উন্মোচন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জহির রায়হান নওগাঁ ট্রাস্টের সন্মানিত চেয়ারম্যান ও কবিতাঞ্জলির পৃষ্ঠপোষক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব।প্রকাশনা উন্মোচন অনুষ্ঠানের উদ্বোধক বাঙালি সংস্কৃতির সংকট ও উত্তরণ নিয়ে গবেষণামূলক তথ্য ও সমৃদ্ধ আলোচনা করেন। জহির রায়হান নওগাঁ ট্রাস্টের সন্মানিত সদস্য সচিব ও কবিতাঞ্জলির উপদেষ্টা সম্পাদক প্রকৌশলী চন্দন কুমার দেবের সভাপতিত্বে ও জহির রায়হান নওগাঁ ট্রাস্টের প্রধান সমন্বয়ক ও কবিতাঞ্জলির প্রতিষ্ঠাতা সমন্বয় সম্পাদক রহমান রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রকাশনা উন্মোচন অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য দেন কবিতাঞ্জলির সংখ্যা কবিতাকুঞ্জ নওগাঁর সভাপতি ও কবিতাঞ্জলির সম্পাদক মন্ডলীর সভাপতি আতাউর রহমান বাবলু এবং কবিতাকুঞ্জ নওগাঁর সাধারণ সম্পাদক ও কবিতাঞ্জলির প্রধান সম্পাদক পলাশ কুমার দাস। উদ্বোধকসহ অতিথি ও কবিদের ফুল দিয়ে বরণ করে নেন কবিতাঞ্জলির সম্পাদক মন্ডলীর সদস্য ও নগর কৃষি নাগরিক চাষি নওগাঁর সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম। কবিতাঞ্জলির প্রকাশনা উন্মোচন কবিতাকথনপঠন আলোচনায় অংশগ্রহণ করেন নওগাঁর প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের অন্যতম সংগঠক জয়নাল আবেদীন মুকুল, কবি- প্রাবন্ধিক- গবেষক প্রকৌশলী গুরুদাস দত্ত বাবলু, নওগাঁ সেন্ট্রাল গার্লস হাই স্কুলের সিনিয়র শিক্ষক বেলী ম্যাডাম, নারী উদ্যোক্তা ও সাংস্কৃতিক সংগঠক কবি নূর নাহার সুষমা সাথী, নাট্যশৈলী নওগাঁর সভাপতি ও কবিতাঞ্জলির সম্পাদক মন্ডলীর সদস্য ময়েন উদ্দিন, বিজ্ঞানানন্দ নওগাঁর সভাপতি ও কবিতাঞ্জলির সম্পাদক মন্ডলীর সদস্য কবি তোফাজ্জল হোসেন তপু প্রমূখ।প্রকাশনা উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র নওগাঁর সংগঠক ডাঃ বিষ্ণুপদ সরকার, জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁর সহ সভাপতি চন্দন কুমার সাহা, লোকজ সাংস্কৃতিক কেন্দ্র নওগাঁর সভাপতি কবি ফজলে রাব্বি তাসলিম প্রবীর, বাউলবাড়ী নওগাঁর সাধারণ সম্পাদক বাউলশিল্পী মোকলেছুর রহমান, বিজ্ঞান আন্দোলন মঞ্চ নওগাঁর সংগঠক ও ছাত্রনেতা মিজানুর রহমান প্রমূখ।