1. admin@dailynaogaonnews.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় নেসকোর প্রিপেইড কার্ড মিটারে ভোগান্তী; চালু না করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত আন্তর্জাতিক আরবী ভাষা দিবসে আমাদের প্রত্যাশা ধামইরহাটে দুস্থ ও এতিম দের মাঝে দুম্বার মাংস বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান সাপাহারে বিএনপি নেতা মাহমুদুস সালেহীনের ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আঠারো ডিসেম্বর নওগাঁয় হানাদার মুক্ত দিবস পালিত থ্রি স্টার ক্লাবের আয়োজনে নওগাঁর চকচাঁপাই কলেজ মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত ধামইরহাটে উদ্যোক্তা তৈরিতে ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক সংগঠন “মানবসেবা “ একুশে পরিষদ নওগাঁ’র আয়োজনে বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী পালিত নওগাঁর ধামইরহাটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বায়োজিদসহ সকল শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা নওগাঁয় রোভার স্কাউটের তাঁবুবাস ক্যাম্পের উদ্বোধন

ফ্রান্স প্রেসিডেন্টের সংবর্ধনা পেলেন ডেইলি নওগাঁ নিউজ ডট কম এর উপদেষ্টা অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত

  • প্রকাশিত : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৬৫৯ বার পঠিত

নওগাঁ নিউজ ডেস্কঃ ১৭ মার্চ ২০২৩, শুক্রবার সকাল এগার ঘটিকায় ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্যারিস তার সরকারী বাসভবন এলিসি প্রাসাদে ডেইলি নওগাঁ নিউজ ডট কম’র উপদেষ্টা ও বিশিষ্ট মানবাধিকার আইনজীবী শাহানূর ইসলাম সৈকত সহ সমগ্র বিশ্ব থেকে আগত চৌদ্দ জন মানবাধিকারকর্মীকে সংবর্ধনা প্রদান করেন।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের সাথে ফ্রান্স পররাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন বিষয়ক মন্ত্রী ক্যাথেরিন কলোনা, ফ্রান্স স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব সোনিয়া ব্যাকস, ফ্রান্স মানবাধিকার এম্বাসেডর ডেলফিন বরিওন এবং ফ্রান্স শরণার্থী অভ্যর্থনা ও একীকরণ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় ডেলিগেশন প্রধান অ্যালাইন রেগনিয়ার উপস্থিত ছিলেন।

নওগাঁ জেলায় জন্ম গ্রহণকারী অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত মানবাধিকার সংগঠন জাস্টিসমেকার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব, নওগাঁ জেলা ভিত্তিক অনলাইন নিউজ পেপার ডেইলী নওগাঁ নিউজ ডট কম এর উপদেষ্টা এবং নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ আইনজীবী ও বিশিষ্ট মানবাধিকারকর্মী হিসেবে এক যুগের বেশী সময় ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত মেরিয়েন ইনিশিয়েটিভ ফর হিউম্যান রাইটস ডিফেন্ডার্স প্রোগ্রামের বাংলাদেশের প্রথম ও একমাত্র বিজয়ী হিসেবে এলিসি প্রাসাদে অনুষ্টিত উক্ত সংবর্ধণা অনুষ্ঠানে আংশগ্রহণ করেন এবং ফ্রান্স প্রেসিডেণ্টের সাথে সরাসরি সাক্ষাৎ ও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সংবর্ধনাকালে, অ্যাডভোকেট শাহানূর ইসলাম বাংলাদেশে দীর্ঘদিন যাবত চলমান জাতিগত, ধর্মীয়, সামাজিক ও যৌন সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্যসহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ফরাসি প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করেন।

এসময় তিনি আইন শৃংখলা রক্ষাবাহিনী কর্তৃক নির্যাতন, বিচার বহিঃভূর্ত হত্যা, বলপুর্বক গুম, সাংবাদিক ও মানবাধিকারকর্মীর প্রতি সহিংসতা, গণতন্ত্রের নামে স্বৈরতান্ত্রিক সরকার ব্যবস্থার ও আইনের শাসনহীনতার বিষয়ে আলোকপাত করেন।

মারিয়েন ইনিশিয়েটিভের অংশ হিসেবে অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত বাংলাদেশে চলমান মানবাধিকার লংঘনের বিরুদ্ধে লড়াই এবং ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশী রাজনৈতিক আশ্রয়প্রার্থী, রিফুইজি ও নন-ইমিগ্রান্ট অবৈধ বসবাসকারীদের মানবাধিকার উন্নয়নে কাজ করার উদ্দেশ্যে ফ্রান্সে একটি অলাভজনক সংস্থা প্রতিষ্ঠা করার পরিকল্পনার কথা ফ্রান্স প্রেসিডেন্টের সামনে উপস্থাপন করেন।

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত ফ্রান্স প্রেসিডেন্টকে সকলের জন্য ন্যায়বিচার ও মানবাধিকার নিশ্চিতকরণের লড়াইয়ে সার্বিক সহায়তা প্রদান প্রদান এবং একজন মানবাধিকারকর্মী হিসাবে প্রতিটি মানুষের সমমর্যাদা ও সমসম্মান নিশ্চিত করতে ফ্রান্স প্রেসিডেন্টকে একসাথে কাজ করার আহ্বান জানান।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, গত ১০ ডিসেম্বর ২০২১ সালে প্রথম বারের মত এলিসি প্রাসাদে ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো মেরিয়েন ইনিশিয়েটিভ ফর হিউম্যান রাইটস ডিফেন্ডার্স প্রোগ্রাম চালু করেন এবং উক্ত কার্যক্রমের অংশহিসেবে মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় প্রতি বছর সারা বিশ্ব থেকে ১৫ জন মানবাধিকারকর্মীকে নির্বাচন করা হয়।

গত ১৭ জানুয়ারী ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এলিসি প্রাসাদ থেকে তার অফিসিয়াল টুইটারে ভিডিও ভাষনের মাধ্যমে ২০২৩ সালের মেরিয়েন ইনিশিয়েটিভ ফর হিউম্যান রাইটস ডিফেন্ডার্স প্রোগ্রামের উদ্বোধন করেন।

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত ২০২৩ সালের মেরিয়েন ইনিশিয়েটিভ ফর হিউম্যান রাইটস ডিফেন্ডার্স প্রোগ্রামের বিজয়ী হিসেবে বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন এবং তিনি আগামী জুন পর্যন্ত ফ্রান্সে অবস্থান করে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার আইন সম্পর্কে বাস্তব প্রশিক্ষন গ্রহণ করবেন।

ফ্রান্সে অবস্থানকালে তিনি সায়েন্সপো বিশ্ববিদ্যালয়, প্যারিস ক্যাম্পাসে মানবাধিকার আইনে উচ্চ্বতর শিক্ষা গ্রহণ করবেন। পাশাপাশি, তিনি ফ্রান্সের এসাইলাম, রিফিউজি, ইমিগ্রেশন, পরিবার একত্রীকরণ ও পূনঃএকত্রীকরণ এবং নন-প্রোফিট এ্যাসোসিয়েশন পরিচালনা বিষয়ে নিবির প্রশিক্ষন গ্রহণ করবেন।

এছাড়া, তিনি ইউরোপিয়ান কোর্ট অব জাষ্টিস, ইউরোপিয়ান পার্লামেন্ট, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনেস্কো সদর দপ্তর, জাতি সংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা পরিদর্শন এবং বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন।

এ বছর অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত এর সাথে আফগানিস্থান, বাহরাইন, ক্যামেরুন, কলম্বিয়া, ইরাক, ইরান, মালি, উগান্ডা, পেরু, রাশিয়া, এল সালভাদর, সিরিয়া এবং ভেনিজুয়েলা থেকে আসা ১৪ জন মানবাধিকারকর্মী সমগ্র বিশ্বকে প্রতিনিধিত্ব করছেন।

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত নওগাঁ জেলার বদলগাছী থানার অন্তর্গত বারফালা গ্রামে জন্মগ্রহন করেন। তার বাবা ছিলেন একজন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক এবং মা একজন গৃহিনী। চার ভাই-বোনের মধ্যে তিনি সর্ব কনিষ্ঠ ও এক মাত্র পুত্র।

তিনিত বদলগাছি থানার চৌকিবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, মল্লিকপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নওগাঁ সরকারী কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পাশ করে। পরবর্তীতে, উত্ত্বরবংগের ঐতিহ্যবাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ থেকে গ্রাডুয়েশন এবং একই বিভাগ থেকে কৃতিত্বের সাথে মাস্টার্স ডিগ্রি অর্জন করে।

উচ্চমাধ্যমিক অধ্যায়নকালীন শাহানূর ইসলাম সৈকত মানবাধিকার সংরক্ষন ও উন্নয়নে সেচ্ছাসেবক কাজ শুরু করেন। পরবর্তীতে, তিনি আইনশৃংখলা রক্ষা বাহীনি কর্তৃক হেফাজতে নির্যাতন, বিনা বিচারে হত্যা, গুম এর প্রতিবাদ এবং জাতিগত, ধর্মীয় ও যৌন সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘঠিত মানবাধিকার লংঘনজনিত ঘটনার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহন করেন এবং সেসকল মানবাধিকার লংঘনে ভুক্তভোগীদের নিরবে আইনী সহায়তা প্রদান করে যেতে থাকেন।

আডভোকেট শাহানূর ইসলাম সৈকত বাংলাদেশের প্রথম আইনজীবী যিনি র‍্যাপিড একশান ব্যাটিলিয়ন (র‍্যাব) এর বিরুদ্ধে নির্যাতন করে হত্যার অভিযোগে মামলা দায়েরে ভুক্তভোগীকে সহায়তা করেন এবং আইন শৃখলা রক্ষা বাহীনির পরিচয়ে গুম করার বিষয়ে জাতিসংঘ গুম বিষয়ক কমিটির নিকট আনুষ্টানিক অভিযোগ দায়ের করেন।

আইন শৃংখলা বাহিনীর দ্বারা নির্যাতনের বিরুদ্ধে উল্লেখ্যোগ্য ভুমিকা রাখায় সুইজ্যারল্যান্ড ভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ব্রিজেজ টু জাস্টিস (আইবিজে) ২০১০ সালে আডভোকেট শাহানূর ইসলাম সৈকত কে জাস্টিসমেকার্স ফেলোশীপ প্রদান করেন।

মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নে কাজ করতে গিয়ে আডভোকেট শাহানূর ইসলাম সৈকত বিভিন্ন সময় হুমকি, হত্যার হুমকি, ভয়ভীতি, শারীরিক আক্রমনের শিকার, এমন কি তিনি মিথ্যা মামলায় জড়িতও হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Daily Naogaonnews
Theme Customized By Shakil IT Park