গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে মডেল প্রেসক্লাবের আয়োজনে দেশ ও জাতির মঙ্গল কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) উপজেলা পরিষদ সভাকক্ষে ধামইরহাট মডেল প্রেসক্লাবের সভাপতি মো. নূরুন্নবী ফারুকীর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম।
অনুষ্ঠানের এক পর্যায়ে মাদরাসার এতিম হাফেজ শিক্ষার্থীরা দেশ ও জাতির মঙ্গল কামনায় রমজান মাসের ফজিলত ও এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। এরপর দোয়া শেষে ইফতার শুরু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক কাজী, খেলনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নাজমুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মো. শফিউল ইসলাম, মাওলানা মো. নূরুজ্জামান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধামইরহাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিফাতুল হাসান চৌধুরী সৈকত, সহ-সভাপতি মোস্তফা কামাল চৌধুরী জিন্নাহ্, মো. ছাইদুল ইসলাম, আফজাল হোসেন, গোলজার রহমান, শাফী আরমান শুভ, গৌরব প্রসাদ সাহাসহ মাদরাসার শিশু শিক্ষার্থীরা।