মানিক,নওগাঁঃ আজ ( ১৯ ই এপ্রিল ) বুধবার নওগাঁর বিভিন্ন স্থানে আইকন সেভিংস এন্ড ক্রেডিট কো- অপারেটিভ সোসাইটি লিমিটেড এর উদ্যোগে ৩ শতাধিক অসহায় ও মধ্যবিত্তদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, শাড়ি ও লুঙ্গি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত সংস্থার সভাপতি লতিফুল আলম তোতা, নির্বাহী পরিচালক নূরতাজ সোমা, উপদেষ্টা মো কায়েস উদ্দিন, উপদেষ্টা মোস্তাসিন মামুন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
ঈদ উপহার সামগ্রী পেয়ে হামিদা বেগম উপকারভোগী বলেন, ভাইয়া হামরা ঈদ ক্যাংকেরে করমু, সেমাই চিনি কোনঠে পামু। হামার কামাই নাই, জিনিস পাতির দাম চড়া, চিন্তাত পড়ি গেইছনু। কিন্তু এখন খুব ভালো লাগিচ্ছে আল্লাহ তাআলা হামার দিকে মুখ তুলি দেখিছে। হামরা এখন ছোল পোল লিয়া ঈদের দিন সেমাই চিনি খাবার পারমু। হামি আল্লাহ তাআলার কাছে দোয়া করমু নূরতাজ আপার জন্য আল্লাহ তাআলা ওনাক ভালো থুউক এবং মালাদিন বাঁচে রাখুক।
আইকন সেভিংস এন্ড ক্রেডিট কো- অপারেটিভ সোসাইটি লিমিটেড এর নির্বাহী পরিচালক নূরতাজ বলেন, আমরা অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চায়। এজন্য আমরা সব সময় মানবিক কাজ করে যাচ্ছি । আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আপনাদের পাশে থাকতে পারি।