গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ‘হিলফুল ফুজুল যুব সংগঠন’ এর উদ্যোগে পুরো রমজান মাসব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে বয়স ভিত্তিক কুরআন শিক্ষার আয়োজন করা হয়েছে।
পহেলা রমজানে ফজরের পর আবিলাম জামে মসজিদে যুবক ও বয়স্কদের নিয়ে এই শিক্ষা কার্যক্রম শুরু হয়। গ্রামের যুবক ও বয়স্কদের যারা কুরআন পড়তে পারেনা তাদের জন্য বিনামূল্যে এই আয়োজন করা হয়। সম্পূর্ণ যুবকদের অর্থায়নে বগুড়া জামিল মাদ্রাসার দাওরায়ে হাদিস পাস একজন শিক্ষক নিয়গের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হয়।
শুক্রবার (২১ এপ্রিল) ফজরের নামাজের পর পুরো রমজান মাস ব্যাপী বিনামূল্যে কুরআন শিক্ষা আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয় এবং এসময় প্রত্যেক শিক্ষার্থীদের হাতে উপহারসরূপ একটি কুরআন মজিদ, রেহেল, জায়নামাজ, আতর ও টুপি তুলে দেয়া হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের পরিচালনা কমিটির সদস্য সাকিল আহমেদ, সাইফুল ইসলাম, মঞ্জুরে মওলা সাকিব, মো. রিফাতুল হাসান চৌধুরী সৈকত সহ অন্যান্য সদস্যগণ।
উল্লেখ্য ২০২২ সাল থেকে শুরু হওয়া এই সংগঠনটি বিনামূল্যে কুরআন শিক্ষার পাশাপাশি ইসলামি ও সামাজিক কল্যাণমূলক কাজের উদ্যেশ্যে প্রতিষ্ঠিত হয়। কুরআন শিক্ষার মাধ্যমে এই সংগঠনের যার্যক্রম শুরু হলেও সেবা ও শিক্ষামূলক কর্মসূচিসহ প্রতি রমজানের শেষ দিনে গ্রামের মানুষদের নিয়ে ইফতার, অসহায় দরিদ্রদের মাঝে প্রতি ঈদে উপহার বিতরণ, গ্রামের অসহায় মানুষদের চিকিৎসা ও যেকোনো সমস্যায় সবসময় পাশে দারায় সংগঠনটি। এমন আয়োজনে এলাকার সকল মানুষ সাধুবাদ জানিয়েছে সংগঠনটিকে।