মো রুহেল আহম্মেদ,ধামইরহাট বিশেষ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিশোধের চেয়ারম্যান মো. আজাহার আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিশোধের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, পুলিশ পরিদর্শক তদন্ত মো. আব্দুল গণি, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাবুবুর রহমান, উপজেলা পারগানা সম্প্রদায় এর সেবাস্তিয়ান হেমরম প্রমুখ।