নওগাঁ নিউজ ডেস্কঃ “আমরা চলি নৃত্যের ছন্দে-সম্প্রীতির আনন্দে” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজ আন্তর্জাতিক নৃত্য দিবস-২০২৩ উপলক্ষে নওগাঁয় বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা নওগাঁ জেলা শাখা এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। নওগাঁ শহরের ঐতিহ্যবাহী প্যারীমোহন স্যানাল সাধারণ গ্রন্থাগার চত্বরে বিকেল ০৫ টায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ অধ্যাপক শরিফুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত অধ্যাপক আতাউল হক সিদ্দিকী,নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন,এ্যড. ডি এম আব্দুল বারী, মোসাদ্দেক হোসেন, রফিকুদ্দৌলা রাব্বি, রোটারিয়ান চন্দন দেব। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মোরশেদা বেগম শিল্পী। এছাড়াও পরিচালনা করেন লিজা সুলতান। মূল অনুষ্ঠানের আগে বিকেলে একটি সুসজ্জিত র্যালী শহর প্রদক্ষিণ করে।