সাদ্দাম হোসেন,মহাদেবপুর প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের হামিদপুর গ্রামে দুই পরিবারে দ্বন্দ্বের জেরে দীর্ঘ ২০বছরের পুরাতন রাস্তাটি কিছুদিন আগে বন্ধ করে দিয়েছিলো দুই পরিবার।
এই সংক্রান্ত চলাফেরা সমস্যার নিউজটি “ডেইলী নওগাঁ নিউজ” নামে একটি অনলাইন পোর্টালে গত ২৯শে এপ্রিল শনিবারে নিউজ প্রচার হয়, তাৎক্ষণিক নিউজটি ভাইরাল হয়, সে বিষয়টা জানাজানির পর,এলাকার লোকজন থেকে শুরু করে ইউনিয়নের নেতা কর্মীদের মধ্যে শুরু হয় গুঞ্জন।
পরদিন ৩০শে এপ্রিল রবিবার সকাল দশটার দিকে ঘটনাস্থলে ছুটে আসেন সফাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মোঃ আবুল কালাম আজাদ সহ ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীরা,
দুই পক্ষের মাঝে কিছুটা উত্তেজনা বিরাজ করলেও কিছুক্ষণ পরপরই সেখানে উপস্থিত হন মহাদেবপুর থানা পুলিশের এসআই মনিরুল ইসলাম ও কনস্টেবল মোঃ মিলন হোসেন, সেখানে দুই পক্ষের দুইজনকে নিয়ে কিছু শর্ত সাপেক্ষের বিনিময়ে ভেঙে দেয়া হয় সেই রাস্তার সব কয়টি বেড়া।
ফলে রাস্তা খুলে দেয়ার পরপরই পুরো গ্রামেের মানুষ আনন্দে উৎসাহিত, এতে করে এখন তারা নির্বিঘ্নে স্বাভাবিকভাবেই চলাফেরা করতে পারছে।