মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ “শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের পৃথক পৃথক আয়োজনে মহান মে দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ এবং অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন এ সময় ইউএনও আন্তর্জাতিক শ্রমিক দিবসের ইতিহাস ও গুরুত্ব উল্লেখ করে শ্রমিকদের সচেতন করতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সোমবার(১লা মে) সকাল ৯ টায় জাতীয় শ্রমীকলীগ করাতকল, হাতকরাতি ও সুতারশ্রমিক ইউনিয়নের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, কালো ব্যাচ ধারন, শহীদদের স্মরণে ১ মিঃ নিরবতা পালন, বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
দলীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমীকলীগ পত্নীতলা শাখার সিনিয়র সহ সভাপতি আকবর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধাম অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী,
জেলা পরিষদ সদস্য আজাদ রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ অরুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান, জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্না ঝরনা, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা লীগ নেত্রী সাবিনা আক্তার, জাতীয় শ্রমীক লীগের পত্নীতলা শাখার সাধারণ সম্পাদক রতন দাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বিলাশ, পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন পারভেজসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারন শ্রমিকগণ।
অপর দিকে পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর শ্রমিক দলের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি খাজা নাজিবুল্লাহ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি সদস্য আবু তাহের চৌধুরী মন্টু, পৌর শ্রমিক দলের সভাপতি মাহাবুব আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সৈকত, ছাত্র নেতা রাকিবুল হাসানসহ শ্রমিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকগণ।
এ ছাড়াও নওগাঁ জেলা ট্রাক,ট্র্যাংক লড়ী কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, ২৬৫০ ও ২৬৫৮, সহ মটর শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়ন, সিএনজি, অটো, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক পৃথক আয়োজনে দিবসটি উদযাপন করেছে।