মনিরুল ইসলাম,সাপাহার প্রতিনিধিঃ “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক নার্সেস এন্ড মিডওয়াইফ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষ্যে হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যা লি বের হয়।র্যা লীটি সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় দিবসটির উপর গুরুত্বারোপ রেখে বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মুহাম্মদ রুহুল আমিন, আবাসিক মেডিক্যাল অফিসার মোর্শেদ মঞ্জুর কবির লিটন সহ মেডিক্যাল অফিসারগণ। এসময় হাসপাতালে কর্মরত নার্স, আয়া সহ সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।