গোলজার রহমান, ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ৪২ বোতল ফেন্সিডিলসহ মো. আল মাহমুদ দেওয়ান (৩০) ও মো. আব্দুল আলিম (৫৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গ্রেফতারকৃতরা হলেন জয়পুরহাট সদর এলাকার মৃত মফিজ দেওয়ানের ছেলে মো. আল মাহমুদ দেওয়ান এবং ধামইরহাট আজমপুর এলাকার মৃত দফির উদ্দিনের ছেলে মো. আব্দুল আলিম।
শনিবার (২৭ মে) দুপুর ১২ টায় জয়পুরহাট রেবর সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে বলেন, গত শুক্রবার দুপুর বারোটায় উপজেলার ইউসুফপুর ব্রীজের পাশে ৪২ বোতল ফেন্সিডিলসহ একটি মোটর সাইকেল, একটি ইজি বাইক, দুইটি মোবাইল ও দুইটি সিম কার্ডসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আরো জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে নেশা জাতীয় ফেন্সিডিল জেলার বিভিন্ন জায়গায় মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে সরবরাহ করে আসছিল। পরে তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।