সুবীর দাস,নওগাঁঃ
বঙ্গবন্ধুর পদধুলি স্মৃৃতি বিজড়িত নওগাঁ শহরের তালতলী বিলে ‘শেখ মুজিব পাবলিক বিশ্ববিদ্যালয়’ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করা হয়েছে।
তালতলী বিলে শেখ মুজিব পাবলিক বিশ্ববিদ্যালয় স্থান নির্ধারণ কমিটির আহবায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি খোদাদাদ খান পিটু, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম মানু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শিউলসহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নওগাঁয় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিলেও একটি প্রভাবশালী কুচক্রীমহল বঙ্গবন্ধুর পদধুলি স্মৃৃতি বিজড়িত নওগাঁ শহরের তালতলী বিলে স্থাপনের কোন উদ্যোগ না নিয়ে নওগাঁ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে নিয়ে যাওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। সেই অপচেষ্টা রুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দ্রুত বঙ্গবন্ধুর পদধুলি স্মৃৃতি বিজড়িত নওগাঁ শহরের তালতলী বিলে ‘শেখ মুজিব পাবলিক বিশ্ববিদ্যালয়’ স্থাপনের দাবি জানানো হয়।