গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে ঈদের দিন ঘুরতে গিয়ে মো. জিহাদ হোসেন (১৫) নামের এক যুবককের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (১০ জুলাই) দুপুরে নিখোঁজের পরিবার জানায় গত ১ তারিখে এ বিষয়ে ধামইরহাট থানায় একটি লিখিত ডাইরি করেছেন মা জাহানারা খাতুন। ১১ দিন পেরিয়ে গেলেও জিহাদের কোন সন্ধান না পাওয়ায় পরিবারের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
জানা গেছে, নিখোঁজ ওই যুবক উপজেলার উমার ইউনিয়নের অমরপুর এলাকার আয়েজ উদ্দীনের ছেলে। তার গায়ের রং উজ্জল, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। চোখে সানগ্লাস, পরনে প্যান্ট ও ফুলহাতা টি শার্ট পড়েছিল।
মা জাহানারা খাতুন বলেন, ‘ঈদের দিন নতুন জামা কাপড় পড়ে বাইরে ঘুরতে যায় জিহাদ। এরপর আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজি করে তাকে কোথাও পাওয়া যায়নি। ছেলের সন্ধান পেতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।‘
নিখোঁজের বড় ভাই রাজু জানায়, ‘জিহাদ পড়াশোনা খুব একটা করেনি। উপজেলা সদর নিমতলী বাজারে একটি কসমেটিক্সের দোকানে সে চাকরি করতো। ঈদের দিন রাব্বি নামে এক ভ্যান চালকের সঙ্গে সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছে কিন্তু বাড়ি ফিরেনি।‘
এ বিষয়ে ভ্যানচালক রাব্বি বলে, ‘ সে ঈদের দিন আলতাদীঘি ঘুরতে যাবে বলে জানায়। এরপর আলতাদীঘি থেকে সাহাপুর কলোনি ঘুরে ধামইরহাট বাজারে এসে নেমে জয়পুরহাটে যাওয়ার কথা বলে ২০০ টাকা ভাড়া দিয়ে চলে যায়।‘
সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, ‘ওই যুবকের সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে। নিখোঁজের পর থেকে মোবাইল ফোন বন্ধ রয়েছে। ছেলেটির অনুসন্ধানে তদন্ত চলছে।‘