মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ
ডেঙ্গু প্রতিরোধে নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌরসভার বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম
শুরু করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকালে উপজেলা চত্বর এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী।
সম্প্রতি দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে তাই ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম চালু করা হয়েছে
পৌর মেয়র বলেন মশাবাহিত এ রোগ প্রতিরোধে আমাদের আরও বেশি সজাগ ও সচেতন হতে হবে। নিয়মিত ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হচ্ছে। এছাড়া যেসব স্থানে এডিস মশা ডিম পাড়ে, তা পরিষ্কার করা হচ্ছে। আজ কয়েকটি এলাকায় ফগার মেশিনের সাহায্যে ঔষধ দেওয়া হয়েছে পর্যায় ক্রমে সব এলাকায় যাবে, এ সময় বাসা/ বাড়ির চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পৌরবাসিকে অনুরোধ জানান তিনি