গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলা শাখা জাতীয় পার্টির আয়োজনে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা;
শুক্রবার (১৪ জুলাই) দুপুর বারোটায় জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের সামনে উপজেলা জাতীয় পার্টির সভাপতি দেওয়ান মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন নওগাঁর ধামইরহাট-পত্নীতলা আসনের জাতীয় পার্টির এমপি পদপ্রার্থী এডভোকেট মো. তোফাজ্জল হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, হুসাইন মুহম্মদ এরশাদের আদর্শকে ধারণ করে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জুলুম ও দুর্নীতিবাজ আওয়ামীলীগ সরকারের পতন নিশ্চিত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবক পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জাহের আলী, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব বদিউজ্জামান মন্ডল, জাতীয় যুব সংঘতি সভাপতি মুরাদ হাসান, জাতীয় ছাত্র সমাজ সভাপতি মো. মুক্তারুল আলম প্রমুখ।