গোলজার রহমান, ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে অটো রিক্সা ও মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আব্দুল কাইয়ুম (২৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। অপর মোটরসাইকেল আরোহী আব্দুল আলীমকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
নিহত আব্দুল কাইয়ুম সাপাহার হাপানিয়া বেলডাঙ্গা এলাকার শফিকুল ইসলামের ছেলে। অপর গুরুতর আহত মোটরসাইকেল আরোহী আব্দুল আলীম একই এলাকার আব্দুল জলিলের ছেলে। তারা দুজনেই মুরগি বেচাকেনা করতেন।
রোববার (৩০ জুলাই) সকাল সাড়ে নয়টায় উপজেলার বিহারীনগর পিড়লডাঙ্গা বাইপাস সড়কের উপর উপজেলার লক্ষীতারা এলাকায় মনজুরুল আলম রাজার ইট ভাটার সামনে মোটরসাইকেল ও অটোরিক্স সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। অপর মোটরসাইকেল আরোহী আব্দুল আলীম গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী বলেন,পুলিশ দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেল, অটো রিক্সাসহ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় অটোরিক্সার চালক পলাতক রয়েছে। তদন্ত চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।