সাদ্দাম হোসেন,মহাদেবপুর প্রতিনিধিঃ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার সোনালী ব্যাংক সংলগ্ন ‘ব্যাতিক্রমী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি’ নামের একটি এনজিওর ১৩৯ গ্রাহকের প্রায় পাঁচ কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।
টাকা ফেরত পেতে সোমবার দুপুরে এনজিও কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী গ্রাহকরা জানান,২০১৯ সালে মেহেদী হাসানসহ কয়েকজনে মিলে ‘ব্যাতিক্রমী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি’ নামে একটি এনজিও প্রতিষ্ঠা করেন। আর্থিক লাভের আশায় ওই এনজিওতে লাখ লাখ টাকা রেখেছিলেন শতাধিক গ্রাহক। ২ মাস আগে হঠাৎ প্রতারণা করে এনজিওর এমডি মেহেদী হাসান ১৩৯ জন গ্রাহকের প্রায় পাঁচ কোটি টাকা নিয়ে উধাও হয়ে যান। এরপর তারা জেলা প্রশাসন ও পুলিশসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি।
কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী দেলোয়ারা বেগম বলেন, ‘আমি একজন বিধবা। দুই সন্তান নিয়ে আমার সংসার। আমার ছেলেকে বিভিন্ন লোভ দেখিয়ে তারা ২২ লাখ টাকা নেয়। কিছুদিন লাভ দেয়ার পরে তারা আর টাকা দিতে চায়নি,,আরেকটি গ্রাহক ইলেকট্রিশিয়ান মিস্ত্রি মোঃ মিলন হোসেন জানান বহু কষ্টের উপার্জিত টাকা আমরা জমা করে ওখানে রেখেছিলাম, এই টাকাটা যদি আমার না পাই, আমরা একেবারে নিঃস্ব হয়ে যাবো
এমন আরও অনেক ভুক্তভোগী তাদের পাওনা টাকার দাবিতে মানববন্ধন করে প্রতারণার প্রতিকার চেয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এনজিওটের কর্মচারী বেলাল হোসেন বলেন, ‘আমি যখন তাদের প্রতারণা বুঝতে পারি তখন তারা আমাকে চাকরি থেকে বের করে দেয়। অসহায়-গরীব মানুষের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে চলে গেছে মেহেদী হাসান। আমি নিজেও তাদের বিচার চাই।’
এ বিষয়ে এনজিওর অভিযুক্ত মেহেদী হাসানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভি করেননি।
এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ‘বিষয়টি শুনেছি। আমার কাছে আসলে ভুক্তভোগীদের মামালা করার পরামর্শ দিয়েছি।