গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে নেপাল পাহান (৬০) নামের এক ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের বৃদ্ধকে কুদালের কোপ মেরে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি বাহাউদ্দিন ফারুকী।
সোমবার (৩১ জুলাই) বেলা সাড়ে এগারোটায় উপজেলার আগ্রাদ্বীগুন ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড কাউটিয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। প্রশাসনের সহযোগিতা চেয়ে ভুক্তভোগী নেপাল পাহানের মেয়ে সুরভী পাহান বাদী হয়ে ধামইরহাট থানায় একই এলাকার মৃত বফিজউদ্দীনের ছেলে মো. আবুল কালাম ও মৃত মোহাম্মদ আলীর ছেলে ওয়াসিম, মোজাহিদ ও মহাসিনসহ অজ্ঞাতনামা আরো সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বাড়ির পাশে পূর্ব দিকে খারির ধারে দশ শতাংশ খাস জমি বাদির বাবা বৃদ্ধ নেপাল পাহান দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিলেন। বিবাদীগণ ভুক্তভোগী বৃদ্ধকে জমি থেকে উচ্ছেদ করার চেষ্টা করে। বিষয়টি আগ্রাদ্বীগুন ইউনিয়ন পরিষদকে অবহিত করা হলে চেয়ারম্যান মোস্তাক বিবাদীদেরকে ডেকে জমিতে যেতে নিষেধ করেন। এরপর নিষেধ অমান্য করে তাঁরা ওই জমি দখল করে পানি সেচ দিতে থাকে। সংবাদ পেয়ে প্রতিবাদ করতে গেলে বিবাদীরা বাদীর মাকে বিবস্ত্র করার চেষ্টা করে এবং লাঠি দিয়ে বোন ও খালাকে মারপিট করে।
অভিযোগে আরও জানা যায়, বিষয়টি লোক মুখে জানাজানি হলে বৃদ্ধ নেপাল পাহান ঘটনাস্থলে দ্রুত আসা মাত্র এক নম্বর বিবাদীর হাতে থাকা কোদাল দিয়ে মেরে ফেলার উদ্দেশ্যে মাথায় কোপ দিলে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এরপর স্থানীয়দের সহযোগিতায় দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী জানান,মারামারি খবরটি তিনি মোবাইলে জানতে পেরেছেন। আহতদেরকে আগে চিকিৎসা নিতে বলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।‘