সাদ্দাম হোসেন,মহাদেবপুর প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে মাটির দেওয়াল চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার হাতুড় ইউনিয়নের আমরাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন একই গ্রামের জয় বর্মনের স্ত্রী ভাদুরী রানী (৬২) ও অভি দাসের স্ত্রী মিথি রানী (৬৫)। হাতুড় ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে পাশের বাড়িতে যাচ্ছিলেন ভাদুরী রানী ও মিথি রানী। পথে সুশীল সাধুর বাড়ির মাটির দেওয়াল ধসে তাদের ওপর পড়ে। এতে তারা মাটির নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মিথি রানীর মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় ভাদুরী রানীও মারা যান।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।