নওগাঁ নিউজ ডেস্কঃ একই মঞ্চে উঠে নৌকার পক্ষে ভোট চাইলেন নওগাঁ-৫ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী তিন নেতা। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের নওজোয়ান মাঠে আয়োজিত সমাবেশে এ তিন নেতা আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে ঘোষণা করেন।
সমাবেশ শেষে নওজোয়ান মাঠ থেকে নৌকা মার্কায় ভোট চেয়ে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন, নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম ও জেলা যুবলীগের সভাপতি খোদাদদ খান ওরফে পিটু।
শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিল হোসেন বাদল, আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির সদস্য শফিকুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল সাবেক ছাত্রলীগের নেতা বরাতুল ইসলাম, জোবায়েদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রার আয়োজক দেওয়ান ছেকার আহমেদ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবার সঠিক নেতৃত্ব মূল্যায়ন করবেন বলে আমরা বিশ্বাসী। সদর আসন থেকে আমি এবার আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। এছাড়া জেলা আওয়ামী সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক ও জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি খোদাদাদ খাঁন পিটুও মনোনয়নপ্রত্যাশী। এ তিনজনের মধ্যে যাকেই মনোনয়ন দেওয়া হোক আমরা এক হয়ে কাজ করব।
সমাবেশে রফিকুল ইসলাম বলেন, আমি মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে নওগাঁ শহরের প্রধান ও বাইপাস সড়ক ফোর লেনে উন্নীত করার পাশাপাশি আধুনিক মডেল শহর ও প্রতিটি গ্রামে শহরের সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করব।
খোদাদদ খান পিটু বলেন, নওগাঁ সদর আসনে যোগ্য নেতৃত্ব না থাকায় কোনো উন্নয়ন হচ্ছে না। অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁ শহর থেকে দূরে নেওয়ার অপচেষ্টা হচ্ছে। মেডিকেল কলেজ চালু হলেও এখন পর্যন্ত নিজস্ব ক্যাম্পাস হয়নি। আমি মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে এসব সমস্যার পাশাপাশি নওগাঁকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে কাজ করব।