মোঃ গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে “সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়ন-উদ্ভাবনে স্থানীয় সরকার” প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উপলক্ষ্যে উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ স্মৃতিসৌধ চত্বরে উপজেলা কৃষি অফিসার তৈফিক আল জোবায়েরের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো .আজাহার আলী উন্নয়ন মেলার উদ্বোধন করেন। মেলায় ১৩টি ষ্টল পরিদর্শনের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি রেলী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্মৃতিসৌধ মিলায়তনে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো.শহীদুল ইসলাম, পৌর মেয়র মো. আমিনুর রহমান,উপজেলা প্রকৌশলী মো. সুমন মাহমুদ, অফিসার ইনচার্জ মো. বাহাউদ্দিন ফারুকী, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ।