মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ “সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন ” এই প্রতিপাদ্যে বিষয় নিয়ে সারাদেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে ইউএনও রুমানা আফরোজ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আজিজুল কবির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা সহ স্থানীয় জনপ্রতিনিধি, সুধিজন, বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমুখ।