নওগাঁ নিউজ ডেস্কঃ পিকেএসএফ এর কারিগরি সহযোগীতা ও ইফাদ’র আর্থিক সহায়তাপুষ্ট আরএমটিপি’র আওতায় ‘‘নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বগুড়া জেলার আদমদীঘি উপজেলা, নওগাঁ জেলার রাণীনগর ও আত্রাই উপজেলা। প্রকল্পটি বাস্তবায়ন করছে নওগাঁ’র বেসরকারী উন্নয়ন সংস্থা মৌসুমী।
গত ২৬ সেপ্টেম্বর ২০২৩খ্রি. প্রকল্পের কর্ম এলাকা আদমদীঘি উপজেলাধীন ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কুমোরভোগ গ্রামে দ্রুত বর্ধনশীল (G-3) রুই মাছ চাষের প্রদর্শনীর ফলাফল প্রদর্শনে মাঠ দিবসের আয়োজন করা হয়। মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথিহিসেবে উপস্থিত ছিলেন ০৫ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব চেয়ারম্যান মো. আব্দুল হক (আবু)। এসময় তিনি প্রধান অতিথি র বক্তব্যে বলেন মৌসুমী প্রতিষ্ঠাকাল থেকে বাংলাদেশ সরকারের সাথে সামঞ্জস্য রেখে প্রান্তিক পর্যায়ের তৃণমুল মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া এই প্রকল্পের মাধ্যমে যেসকল কর্মকাণ্ড বাস্তবায়ন হচ্ছে, তা এ অঞ্চলের মাছ চাষীদের অপার সম্ভাবনার দার উন্মোচন হবে।
এসময় সংস্থার মনিটরিং অফিসার জনাব সোহেল রানা’র সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রকল্পের ভিসিএফ জনাব মো. ফিরোজ হোসেন। এসময় প্রদর্শনী প্রাপ্ত মাছ চাষী মো. আব্দুল করিম উপস্থিত অন্যান্য মাছ চাষিদের মাঝে দ্রুত বর্ধনশীল WorldFish কর্তৃক উদ্ভাবিত (G-3) রুই মাছ নিয়ে আলোচনা করেন ,প্রচলিত রুই মাছের থেকে ৩৭% ফলন বেশি । এছাড়াও প্রকল্পের অন্যান্য সেবা ও G-3 রুই মাছ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এভিসিএফ জনাব মো. রুবেল রানা ,জনাব মো. আকরামহোসেন, অনুষ্ঠানের সার্বিক সহযোগীতা করেন এভিসিএফ মো. সাইদুর রহমান ।