গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধি:নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় শহীদ শেখ রাসেলের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা বের করা হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা করা হয়।
আলোচনা সভার একপর্যায়ে শহীদ শেখ রাসেলের জীবনের উপর প্রতিযোগিতায় বিভিন্ন পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভূমিক কর্মকর্তা মোসা. জেসমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার স্বপন কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মো. সুমন মাহমুদ, থানার অফিসার ইনচার্জ ওসি বাহাউদ্দিন ফারুকী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মনসুর আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদারসহ বিভিন্ন দপ্তর প্রধান।