ধামইরহাট,প্রতিনিধিঃজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন ইসলামিক ফাউন্ডেশনের সুফল পাচ্ছে ধর্মনুরাগী শিক্ষার্থীরা। ২৭ সেপ্টেম্বর বিকেল ৫ টায় উত্তর চকযদু মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ৯শিশু শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফ প্রদান করা হয়েছে। প্রাথমিক ভাবে কায়দা ও দোয়া কালাম মুখস্ত,তাশাহুদ আত্তাহিয়্যাতু, দোয়া মাছুরাসহ বিভিন্ন শিক্ষা শেষে তাদেরকে কোরআন শরীফ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষানুরাগী প্রকৌশলী মোঃ আলী হোসেন। এসময় ইসলামিক ফাউন্ডেশনে ধামইরহাট উপজেলা মডেল কেয়ারটেকার রবিউল ইসলাম,সাধারণ কেয়ারটেকার মোঃ রওশন হাবীব,উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আবু ইউসুফ, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উত্তর চকযদু আদর্শপাড়া জামে মসজিদ কেন্দ্রের সহজ কোরআন শিক্ষা কর্মসূচির শিক্ষক আবু সুফিয়ান, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।