গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ওলামা পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পক্ষে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) দুপুর পৌনে ২টায় জুমার নামাজ শেষে আমাইতাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিমতলি মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় ধামইরহাটের বিভিন্ন মসজিদের ঈমাম ও ওলামা গন ফিলিস্তিনের উপর বর্বর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনতার পক্ষে বক্তব্য প্রদান করেন।এরপর ওলামা পরিষদের সভাপতি মালেক বিন সোহাইব মোনাজাতের মাধ্যেমে ফিলিস্তিনি মুসলমানদের জন্য বিশেষ দোয়া করেন। দোয়া শেষে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ধামইরহাট ওলামা পরিষদ, বিভিন্ন মসজিদের ইমামগণ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-ছাত্র ও সর্বস্তরের তৌহিদী জনতা।