গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধি:নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস উপলক্ষে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর মৎস্য চাষের উপর ঋণ হিসেবে একজন আত্মকর্মীর মঝে এক লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনসুর আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, ধামইরহাট এপি ওয়ার্ল্ড ভিশনের জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভী, উপজেলা যুব ফোরামের সভাপতি জাহিদ ইকবাল, সহ-সভাপতি মুরাদুজ্জামান, সহ-সম্পাদক তোহান হোসেন পল্লব,সাংগঠনিক সম্পাদক,১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম বদিউল আলম,নাজমুস সাকিব প্রমুখ।