মানুষের জীবন বৈচিত্রময়। অনেকটা আবহাওয়ার মতো কখনো আলো ঝলমলে রোদ্দুরময় আবার হটাৎই বৃষ্টিস্নাত বা ঝড় হাওয়ার মতো। প্রকৃতির এই পরিবর্তনে যেমন আমাদের কোন হাত নেই তেমনি আমাদের জিবনও সৃষ্টিকর্তা ব্যথিত কোন কিছুতেই আমাদের কোন কর্তৃত্ব নেই।
অক্টোবর মাস আমার কাছে একটা আনন্দময় মাস ছিল। এ মাসে আমার একমাত্র মেয়ে এবং আমার সহধর্মীনির জন্মদিন। কিন্তু ০৩.১০.২০২৩ আমার আমার জিবনের একটা উল্লেখযোগ্য তারিখ। ০৩.১০.২০২৩ থেকে ১১.১১.২০২৩ এই ৪০ দিন আমার জিবনের অবিস্বরণীয় হয়ে থাকবে। সৃষ্টিকর্তা চাইলে যে কোন কিছুই অসম্ভব না তা ক্ষণে ক্ষণে বুঝিয়ে দিয়ছেন। সর্বপরি তার প্রতি শুকরিয়া তিনি মহান।
এই ৪০ দিন এক একটা দিন এক একটা কাব্য প্রতিটা ক্ষণ এক একটা অধ্যায়। প্রতিটা সেকেন্ড শিক্ষণীয়। পৃথিবীকে যেন নতুন করে চেনা নতুন করে জানা নতুন করে আবিষ্কার করা।
আল্লাহ্ মানুষকে বিপদ দেয় ঈমান পরিক্ষা করার জন্য পাশাপাশি ঐ বিপদের মাধ্যমেই আমাদের আপনজনদের চেনাতে সাহায্য করেন। আপন সেজে মুখোশে ঢেকে আছে কত আপন মুখ। যা বিপদে না পরলে আপনি বুঝতে পারবেন না। আপনি নিজেকে বিশ্বাসই করাতে পারবেন না আপনার জন্য সব করতে পারা লোকও বিপদের মুহূর্তে সমবেদনা জানানো ছাড়া কিছুই করবে না। অনেকেই তো আরও এক ধাপ এগিয়ে আপনার থেকে সমস্ত রকম সুবিধা নিয়ে বিপদে আপনার খোঁজটাও নিবে না।
একটা গল্পের পিছনে অনেক ঘটনা থাকে দর্শক হয়ে আপনি তা কোনদিনই বুঝতে পারবেন না। এই ঘটনা গুলো বেশি ভাগ ক্ষেত্রেই অপ্রকাশিত থাকে অপ্রকাশিত রাখতে হয় জিবনের তাগিদে সামাজিকতা রক্ষার্থে। কিন্তু বুকে বিধে থাকা সুপ্ত কষ্ট গুলো রয়ে যায়।
স্রোতের বিপরীতেও কিছু মানুষ থাকে যাদেরকে আপনি বাহির থেকে দেখে ধরনা করতে পারবেন না। কিন্তু আল্লাহ্ তাদের অন্তরকে এতটাই প্রসস্ত করেছেন যা ভাবনার বাহিরে। এই মানুষ গুলো পৃথিবীতে বেচে থাকা দরকার। আল্লাহ্ উনাদের সুস্থ রাখুক সবসময় এবং নেক হায়াত দান করুক।
পরিচিত পরিবেশে পরিচিত মানুষের অপরিচিত আচারণ যে কতটা কষ্টের হতে পারে তা শুধু তারাই বুঝবেন যারা এই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। লেখক – তাবরীজ আহমেদ
(চলবে)