1. admin@dailynaogaonnews.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় নেসকোর প্রিপেইড কার্ড মিটারে ভোগান্তী; চালু না করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত আন্তর্জাতিক আরবী ভাষা দিবসে আমাদের প্রত্যাশা ধামইরহাটে দুস্থ ও এতিম দের মাঝে দুম্বার মাংস বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান সাপাহারে বিএনপি নেতা মাহমুদুস সালেহীনের ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আঠারো ডিসেম্বর নওগাঁয় হানাদার মুক্ত দিবস পালিত থ্রি স্টার ক্লাবের আয়োজনে নওগাঁর চকচাঁপাই কলেজ মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত ধামইরহাটে উদ্যোক্তা তৈরিতে ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক সংগঠন “মানবসেবা “ একুশে পরিষদ নওগাঁ’র আয়োজনে বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী পালিত নওগাঁর ধামইরহাটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বায়োজিদসহ সকল শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা নওগাঁয় রোভার স্কাউটের তাঁবুবাস ক্যাম্পের উদ্বোধন

নওগাঁ পৌরমেয়র সনির বিরুদ্ধে কাউন্সিলরবৃন্দের অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৩২৭ বার পঠিত

নওগাঁ নিউজ ডেস্কঃ নওগাঁ পৌরসভার মেয়র মোঃ নজমুল হক সনি’র বিরুদ্ধে নানা আনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার কাউন্সিলরবৃন্দ। মঙ্গলার বিকালে নওগাঁ পৌরসভার কাউন্সিলরদের কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কাউন্সিলরদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আহসান হাবীব রাজন।

১১জন কাউন্সিলর স্বাক্ষরিত সংবাদ সম্মেলনে পৌর মেয়র মোঃ নজমুল হক সনিকে দূর্নীতির বরপুত্র হিসেবে অখ্যায়িত করে লিখিত বক্তব্যে তিনি বলেন, পৌরসভার দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিকদের বাস্তবে যতগুলো শ্রমিক কাজ করে তার চেয়ে অনেক বেশী শ্রমিক কাগজকলমে দেখিয়ে বিপুল টাকা অত্মসাৎ করা হয়। মনোনীত ঠিকাদারদের মাধ্যমে নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহার করে ব্যক্তিগতভাবে আর্থিক সুবিধা লাভ করে থাকেন মেয়র । পৌর পরিষদের অগোচরে নিয়ম বহির্ভূতভাবে বার বার কোটেশনের মাধ্যমে তার মনোনীত ব্যক্তিকে কাজ পাইয়ে দেয়া, এমনকি অনেক সময় দৃশ্যমান কোন কাজ না করে কিংবা আংশিক কাজ সম্পাদন করে কাজের নির্ধারিত সমুদয় বিল রহস্যজনকভাবে পরিশোধ করা হয়।

কাউন্সিলর মোঃ আহসান হাবীব রাজন বলেন,পৌরসভার বিভিন্ন শাখায় দায়িত্বপ্রাপ্ত নির্দিষ্ট কর্মকর্তা কর্মচারী থাকা সত্বেও তিনি বিশেষ সুবিধা পাওয়ার আশায় একজন এমএলএসএস’কে দিয়ে শাখার নিয়মিত কার্যক্রম পরিচালনা করেন। তার আজ্ঞাবহ কর্মকর্তা কর্মচারী ছাড়া কেউ স্বাধীনভাবে কাজ করতে পারেনা। কোন কর্মচারী এসব অনিয়মের কথা বলতে গেলে তার অনুগত ব্যক্তিদের দিয়ে তাকে লঞ্ছিত করা হয়। এ রকমের এক ঘটনার শিকার জনৈক জাকের আলী লাঞ্ছনার শিকার হয়ে নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

কাউন্সিলর বলেন, নওগাঁ পৌরসভার বৃহৎ দু’টি প্রকল্প নতুন পৌরভবন এবং পৌরসভার বর্জ্য ব্যস্থাপনার জন্য ল্যান্ড ফিল্ড নির্মানে ঠিকাদারদের নিকট থেকে বিশেষ সুবিধা নিয়ে দরপত্র মোতাবেক কাজ না করেও চুরান্ত বিল প্রদান করা হয়েছে। মেয়র নজমুল হক সনি নিম্নমানের নির্মান সামগ্রী ব্যহার করে ও আংশিক কাজ করে চুড়ান্ত বিল উত্তোলন করে থাকেন।

আহসান হাবীব রাজন অভিযোগ করে বলেন, নিয়মিত সভায় গৃহিত কোন সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় আমরা পৌরবাসীর নিকট অক্ষম হিসেবে চিহ্নিত হচ্ছি। যার পুরো দায়ভার মেয়রের বলে উল্লেখ করেছেন। সম্মানিত পৌরবাসী আমাদের যে আস্থা বিশ্বাস রেখে আমাদের নির্বাচিত করেছিলেন নির্দ্ধিধায় তার ব্যর্থতার দায় আমাদের তবে এর জন্য কেবল মাত্র মেয়র মোঃ নজমুল হক সনি দায়ী বলে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আহসান হবীব রাহন, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আজিজার রহমান বাবলু, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মালেক (খোয়াজ), ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ মজনু হোসেন, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার তানজিদ সম্রাট, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম রুবেল, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান সাগর, ১,২ ও ৩ সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মোছাঃ নাসিমা খাতুন এবং ৭,৮ ও ৯ সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর মোছাঃ ফাতেমা খাতুন উপস্থিত ছিলেন।

এবিষয়ে কথা বলার জন্য নওগাঁ পৌসভার মেয়র মোঃ নজমুল হক সনির(০১৭১১১৮১৬৫০) মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য গত ১২ নভেম্বর নওগাঁ পৌরসভার সকল কাউন্সিলর একযোগে পৌসভার মেয়র মোঃ নজমুল হক সনির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনয়ন করেছেন।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Daily Naogaonnews
Theme Customized By Shakil IT Park