নওগাঁ নিউজ ডেস্কঃ নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা শাখা অফিসের আয়োজনে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মেয়াদোত্তর ২০ লক্ষ টাকার দাবীর চেক বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ নভেম্বর) বেলা ১১ টায় ঐ উপজেলার খাজুরা বাজারে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোং লিঃ খাজুরা শাখার আয়োজনে নিজ কার্যালয়ে চেক বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা শাখা অফিসের আয়োজনে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এর চেক বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
খাজুরা শাখার এজিএম ও ইনচার্জ জয়নুল আবেদিন এর সভাপতিত্বে ও মহিষডাঙ্গা উচ্চ বিদ্যালেয় প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.ভি.পি রাজশাহী ও রংপুর বিভাগীয় প্রধান মোঃ মোস্তফা আল কামাল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ মডেল শাখা কার্যালয়ের ডিজিএম ও ইনচার্জ মোঃ সাব্বির আহমেদ।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বি এম মিজানুর রহমান, ক্যাশিয়ার রোখসানা ডলি,খাজুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান, নলডাঙ্গা থানার এ এস আই আনোয়ার হোসেন, ৩নং ওয়ার্ড ইউঃপিঃ সদস্য রইচ উদ্দিন, ইউঃপিঃ সদস্য সাইদুল ইসলাম ও ৩০০ জন নানা পেশাজীবির সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে জনার্দন বাটি, মহিষডাঙ্গা, সমাস পাড়া, খাজুরা এলাকার বিভিন্ন ক্যাটাগরিতে সন্ধানী লাইফ ইনসুরেন্সে কোম্পানি লিমিটেড খাজুরা শাখার সদস্যদের মাঝে পুরুষ্কার বিতরণ ও ৪৫ জন সদস্যকে ২০ লক্ষ টাকা চেক বিতরণ করা হয়।